বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ সদ্য বিদায়ী বছরে প্রায় ৩ লাখ ৮০ হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন করেছে, যা আগের বছরের ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার তুলনায় ১৫ শতাংশ বেশি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ডিসেম্বর মাসে এক মাসেই ৩৫ হাজার ৫৩০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ মাসিক লেনদেন।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, প্রতিষ্ঠানটি সবসময় গ্রাহকদের জন্য নতুন কিছু করার চেষ্টা করে এবং বছরের বিভিন্ন সময়ে নানা ক্যাম্পেইন পরিচালনা করে। পাশাপাশি বাজারের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জও বজায় রাখছে। রেকর্ড এই লেনদেনের বড় অংশ এসেছে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ ও রেমিট্যান্স থেকে।
এই প্রবৃদ্ধি বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা খাতে নগদের শক্তিশালী অবস্থান ও ক্রমবর্ধমান ব্যবহারকে প্রতিফলিত করে।