ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান সম্প্রতি বাম, শাহবাগী, ছায়ানট ও উদীচীকে ‘তছনছ’ করার আহ্বান জানিয়ে দেওয়া বক্তব্য নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর আয়োজিত এক বিক্ষোভে দেওয়া ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মোস্তাফিজুর ব্যাখ্যা দেন যে, ‘তছনছ’ বলতে তিনি ভাঙচুর নয়, বরং আদর্শিক বয়ান ভাঙাকে বোঝাতে চেয়েছেন। তিনি বলেন, ফ্যাসিবাদী বয়ানের মোকাবিলা নিয়মতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক উপায়ে করা হবে। শব্দচয়নে তাড়াহুড়ো হয়েছে স্বীকার করে তিনি জানান, ইসলামী ছাত্রশিবির শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক সংগ্রামের পথেই অটল থাকবে।
বিশ্লেষকদের মতে, এই ব্যাখ্যা তাৎক্ষণিক উত্তেজনা কিছুটা প্রশমিত করতে পারে, তবে বিশ্ববিদ্যালয় রাজনীতিতে উগ্র বক্তব্য ও আদর্শিক বিভাজন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।