কোরবানি দিতে গিয়ে এখন পর্যন্ত আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন ৯৪২ জন এবং ভর্তি আছেন ৩২৪ জন। সোমবার হাসপাতালটির কনসাল্ট্যান্ট ডা. রিপন ঘোষ আরো বলেন, কোরবানির দিনে ভাঙা ও কাটা-ছেঁড়া রোগী চিকিৎসা নিতে এসেছেন ৩২৫ জন। এরমধ্যে জরুরি অপারেশন লেগেছে ১০২ জনের। একই দিনে গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছেন ১২২ জন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। ঈদের দ্বিতীয় দিনেও আহত হয়ে হাসপাতালে আসেন ৩০১ জন। এর আগে, ঈদের আগের দিন পশু কিনতে গিয়ে লাথিতে হাত-পা ভাঙা রোগী এসেছেন ৩১৬ জন।