ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন যে, আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ বিদ্যালয়গুলোতেও মোবাইল ফোন নিষিদ্ধ করা হবে। বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ে এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। ভোসগেসের মিরেকোর্টে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিদ্যালয় শেখা ও যোগাযোগের স্থান, তাই মোবাইল ফোনের ব্যবহার সীমিত করা জরুরি। শিক্ষামন্ত্রী এদোয়ার জেফ্রে এ বিষয়ে পর্যালোচনা করছেন। ম্যাক্রোঁ তরুণদের মধ্যে একাকীত্ব ও মানসিক স্বাস্থ্যের অবনতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি তিনি বিদেশি হস্তক্ষেপ ও ভ্রান্ত তথ্য প্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং ফ্রান্সকে সামরিক ও প্রযুক্তিগতভাবে আরও শক্তিশালী হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এই পদক্ষেপকে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও জাতীয় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।