আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লা মহানগরীর ১৩১টি পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ সংক্রান্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আমিন উর রশিদ ইয়াছিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার-এই মন্ত্রে বিশ্বাস করে বিএনপি। শারদীয় দুর্গাপূজা হচ্ছে বাঙালি সংস্কৃতির একটি বড় অংশ। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলের পক্ষ থেকে প্রতিবারই বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়ে থাকে। এদিকে ইয়াছিন বলেন, তারেক রহমান সব ধর্ম-বর্ণের মানুষের প্রতি সমান সহানুভূতি ও শ্রদ্ধা পোষণ করেন। কুমিল্লার ১৩১টি পূজামণ্ডপে আজকের এই উপহার প্রদান তারেক রহমানের আন্তরিক ভালোবাসারই বহিঃপ্রকাশ। একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়তে হলে অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।