স্বৈরাচারী আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে জুয়ার বিজ্ঞাপনে মুখ দেখানোর মতো নানা ঘটনার অংশীদার সাকিব আল হাসান। এবার নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিব এখন যুক্তরাষ্ট্রে। সেখানে ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে তাকে। ছাত্রলীগের নেতা স্বপ্নীল খানের এ সংক্রান্ত ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়েছে! এদিকে তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে।