সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার গাইবান্ধার পলাশবাড়ীতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘রাজনৈতিক দল বা ব্যক্তিদের পোষা কুকুর’ বলে আখ্যা দেওয়ার পর স্থানীয় সাংবাদিকদের তীব্র প্রতিবাদ ও চাপের মুখে নিজের বক্তব্যকে ভুল বলে স্বীকার করেন এবং তা প্রত্যাহার করেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে সুধীজনের সঙ্গে সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
বদিউল আলম সভায় বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে শেখ হাসিনা প্রতিশোধপরায়ণভাবে আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তিনি আরও বলেন, ১৯৯১ সালের নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন।
সভায় সুজনের ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, জেলা ফেসিলিটেটর আতিক সুমন, ম্যানেজার মেহেরুন নেসা, পলাশবাড়ী উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধানসহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।