ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের সময় বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া শাসন পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে, তিনি তা অস্বীকার করে উত্তর দেওয়ার দায়ভার মোদির ওপর ছেড়ে দেন। তবে মোদি বাংলাদেশ প্রসঙ্গে কোনো মন্তব্য না করে ইউক্রেন নিয়ে কথা বলেন। এই আলোচনা শেখ হাসিনার সরকার পতনের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ, যেখানে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের ওপর হস্তক্ষেপের অভিযোগ এনেছে। তবে, মার্কিন কর্মকর্তারা বরাবরই এই অভিযোগ নাকচ করে আসছেন।