Web Analytics

দুই বছরেরও বেশি সময় পর নিজেদের ঐতিহ্যবাহী ঘর ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। আগামী ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে পুনর্নির্মিত স্টেডিয়ামে ফিরবে কাতালান ক্লাবটি। সোমবার এক বিবৃতিতে বার্সেলোনা এই তথ্য জানিয়েছে। ২০২২–২৩ মৌসুমে শেষবার ক্যাম্প ন্যুতে খেলেছিল দলটি, এরপর থেকে মন্টজুইক পাহাড়ের অলিম্পিক স্টেডিয়ামে খেলতে হয় তাদের। ১.৫ বিলিয়ন ইউরোর এই পুনর্গঠন প্রকল্প নানা দেরি ও নির্মাণ জটিলতায় নির্ধারিত সময়ের এক বছর পর সম্পন্ন হচ্ছে। প্রথম ধাপে ৪৫,৪০১ দর্শকের জন্য স্টেডিয়ামটি খোলা হবে, পরে ধারণক্ষমতা বাড়বে ১,০৫,০০০-এ। চলতি মাসের শুরুতে পরীক্ষামূলকভাবে ২৩,০০০ দর্শক নিয়ে একটি ওপেন ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়। বার্সেলোনা আশা করছে, ৯ ডিসেম্বর আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচটি এখানেই আয়োজনের অনুমতি দেবে উয়েফা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।