ইরানের সঙ্গে উত্তেজনার কারণে ১০ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর। দেশটি বিদেশি নাগরিকদের ফিরিয়ে দেওয়া এবং নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে আনার জন্য সীমিত প্রত্যাবাসন ফ্লাইট চালু করেছে। সোমবার ২৪টি ফ্লাইট পরিচালিত হবে, প্রতিটিতে সর্বোচ্চ ৫০ জন করে যাত্রী থাকবে। মানবিক ও জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার পাচ্ছে। এ সময়ে প্রায় ৪০ হাজার পর্যটক আটকে পড়েন। বিমানবন্দরে কঠোর প্রবেশ নিয়ম আরোপ করা হয়েছে এবং যাত্রীদের দুই ঘণ্টার বেশি আগে পৌঁছাতে নিষেধ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।