মিয়ানমারের প্রধানমন্ত্রী ও স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান মিন অং হ্লাইং শুক্রবার ব্যাংককে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে অধ্যাপক ইউনুস ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের জনগণের পাশে আছে। উদ্ধারকারী দল সেখানে পাঠানো হয়েছে, প্রয়োজনে আরও সহায়তা দিতে প্রস্তুত রয়েছি। জাহাজও প্রস্তুত রয়েছে।’ মিয়ানমারের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এছাড়া সম্মেলনে মিয়ানমার কর্তৃপক্ষ ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গার নাম-পরিচয় চূড়ান্ত করেছে, যাদের ফেরত পাঠানোর জন্য প্রস্তুতি চলছে বলে জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।