যশোরের অভয়নগরের মজুতখালী নদীর বাঁধের একাংশ টানা বৃষ্টিতে ধসে পড়ায় দিঘলীয়ারাবাদ, নলামারা ও জয়ারাবাদ গ্রামের বাসিন্দাদের মধ্যে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অস্থায়ীভাবে মাটিভর্তি বস্তা ও বাঁশের বেড়া দেওয়া হলেও টেকসই সমাধান প্রয়োজন। শত শত বাড়িঘর, মাছের ঘের ও ফসলি জমি এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। গ্রামবাসীরা ইতোমধ্যে জিওব্যাগ বা সিসি ব্লক ব্যবহারের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে।