এনসিপি নেতা সারজিস আলম বলেন, 'সাম্য হত্যাকাণ্ডের ঘটনার পর ভিসি এবং প্রক্টর স্যারের সঙ্গে যে আচরণ করা হয়েছে এবং তাদের ওপরে দায় চাপানোর যে চেষ্টা করা হয়েছে সেটা স্রেফ অপচেষ্টা এবং সত্যকে আড়াল করার পাঁয়তারা।’ তিনি বলেন, ‘প্রথমত, ঘটনা ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে। উদ্যানের শৃঙ্খলার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের না। দ্বিতীয়ত, এই উদ্যানের মাদক সেবন, হেনস্থা, চাঁদাবাজি সহ যাবতীয় অপকর্ম বিশ্ববিদ্যালয় প্রশাসন নয় বরং ক্ষমতার কাছাকাছি থাকা কিংবা প্রভাব খাটানো বিভিন্ন সংগঠন এবং ছত্রছায়ায় থাকা বিভিন্ন সিন্ডিকেট করে থাকে।’ তিনি ভাসমান দোকানকে পরিবেশ নষ্টের কারণ উল্লেখ করে বলেন, ‘যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এগুলো উচ্ছেদ করতে যায় তখন তাদেরকে ক্ষমতার দাপট দেখানো হয়। এই সময় তিনি এইসব দোকান ও দোকান থেকে চাঁদা নেওয়াদের হত্যার পরিবেশের জন্য দায়ী করেন। ক্যাম্পাসে অবাধে সকল প্রকার যান চলাচল এবং বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণের দাবি জানান।