জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতির র্যালিতে অংশ নিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতারা। গত সোমবার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সেই র্যালির বেশ কয়েকটি স্থির চিত্র নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছে ইউএনও, যা দ্রুত ভাইরাল হয়। পরে ইউএনও নিজের অ্যাকাউন্ট থেকে ছবিটি মুছে ফেলেছে। চিত্রে দেখা যায়, ইউএনও সৈয়দ আমজাদ হোসেনের ডান পাশে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মঞ্জুর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোজাহিদুল ইসলাম দিদার। একই ছবির বাম পাশে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দিন। তার পাশেই আছেন সদস্য সচিব মো. সিরাজ উদ্দিন।