Web Analytics

তিন দফা দাবিতে আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন শুরু করেছেন। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বানে শিক্ষকরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন এবং উপজেলা ও থানা সহকারী শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে সমাবেশ করছেন। এতে চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে। তবে ঢাকাসহ কিছু বিভাগীয় শহরে সীমিত আকারে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর আগে কয়েকদিন ধরে শিক্ষকরা কর্মবিরতি পালন করলেও পরীক্ষা চলছিল। অন্যদিকে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চার দফা দাবিতে ১ ডিসেম্বর থেকে কর্মবিরতিতে থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে তা স্থগিত করেছেন। হঠাৎ সিদ্ধান্তের কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষার খবর না জানায় কিছু স্কুলে পরীক্ষা বন্ধ রয়েছে, তবে বৃহস্পতিবার থেকে পুনরায় পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

Card image

Related Rumors

logo
No data found yet!