সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের ১০০ বিঘা জমি, ৫টি বাড়ি ও ২টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার নামে ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকার মতো ছিল। পাশাপাশি তার ভাই শাহরিয়ারের ৩০ বিঘা জমি, ১১টি ব্যাংক হিসাব জব্দ ও ৩টি কোম্পানি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। আবেদনে বলা হয় হারুন সাড়ে ১৭ কোটি ও তার ভাই প্রায় ১৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ভোগ দখল করছেন। হস্তান্তরের চেষ্টাও করছেন। ফলত এগুলো জব্দ করা জরুরি।