Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম দাবি করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির চেয়ে জামায়াতে ইসলামী ও এনসিপির জোট অনেক এগিয়ে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই দাবি করেন।

নাহিদ ইসলাম জানান, এনসিপি ইইউকে জানিয়েছে যে নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে তাদের এখনো আত্মবিশ্বাস নেই। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতে ইঙ্গিত দেওয়া হচ্ছে এবং ঋণ খেলাপি থাকা অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিভিন্নভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে নির্বাচন কমিশন এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, নিরাপত্তাহীনতার মধ্যেও তারা মাঠে কাজ চালিয়ে যাবেন এবং প্রস্তুতির দিক থেকে জামায়াত-এনসিপি জোট বিএনপির জোটের চেয়ে অনেকখানি এগিয়ে রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!