অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দিবাগত রাতে ১২টা ১২ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এই সময়ে বাজতে থাকে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' মিউজিক। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এর আগে প্রধান উপদেষ্টাকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শহীদ মিনার প্রাঙ্গণে অভ্যর্থনা জানান।