বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনাসহ তার পরিবার ও গডফাদারদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচার দৃশ্যমান হতে হবে। পাশাপাশি নির্বাচন ও সংস্কার খুবই জরুরি। তিনি বলেন, ৫ আগস্টের আগে বাধাহীন ও মুক্তভাবে সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি বিএনপি। এখন সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে, দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। আরো বলেন, ৫ তারিখের আগে হেলমেট বাহিনীর হাতে থাকা অস্ত্র এবং বিভিন্ন থানার লুটের অস্ত্রসহ সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। সরকারকে আরও তৎপর হতে হবে।