গাজায় খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে ইসরাইলের একের পর এক বিমান ও স্থল অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের ৩৪ জন সরাসরি ত্রাণ নেওয়ার সময় হামলার শিকার হন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলার স্থানগুলো ছিল গাজা মার্কিন-ইসরাইল সমর্থিত হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে। এদিকে ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার বলেন, গাজার মাত্র ৪০ শতাংশ খাবার পানির সরবরাহব্যবস্থা সচল আছে। শিশুদের পিপাসায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে।