আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, সাংস্কৃতিক লড়াইয়ে পরাজিত হলে রাজনৈতিক লড়াইয়েও পরাজয় অনিবার্য। শনিবার দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের সংবাদপত্রগুলোর লড়াই মূলত দেশীয় ও বিজাতীয় সংস্কৃতির শক্তির মধ্যে। দৈনিক সংগ্রাম, আমার দেশ ও নয়া দিগন্ত দেশীয় সংস্কৃতির পক্ষে কাজ করে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে বর্তমানের মতো সংবাদপত্রের স্বাধীনতা বজায় থাকবে।
২০১৩ সালে আমার দেশ বন্ধ হওয়ার সময়ের স্মৃতি স্মরণ করে মাহমুদুর রহমান বলেন, তখন সংগ্রামের প্রেস থেকেই পত্রিকাটি ছাপা হয়েছিল, যার কারণে পুলিশ রেইড ও মামলা হয়েছিল। তিনি জানান, জুলাই বিপ্লবের পর পত্রিকাটি পুনরায় চালুর উদ্যোগে সংগ্রাম প্রথম সহযোগিতা করে। তিনি দৃঢ়ভাবে বলেন, কোনো চাপের মুখে আপস করা হবে না এবং স্বাধীন সাংবাদিকতার দায়িত্ব অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও দুই পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন, যা তাদের দীর্ঘদিনের পেশাগত সম্পর্কের প্রতিফলন।