বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির দ্বিপাক্ষিক বৈঠক হওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সম্পর্কে সব বিভ্রান্তির অবসান ঘটবে। ইসি দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করবে। তিনি বলেন, নির্বাচনকে একধরণের রাজনৈতিক ব্যবসা ও অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যমে পরিণত করা হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে সাংসদ নির্বাচিত হওয়াকে অলাভজনক করতে হবে। বিদ্যমান ব্যবস্থার খোলনলচে পাল্টানো ছাড়া অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগ নেই। তিনি বলেন, সেসব কারণে সরকার বিতর্কিত হয়ে পড়েছে সরকার উচিৎ হবে সেসব ইস্যু থেকে বেরিয়ে আসা ও নিরপেক্ষ হওয়া। সবশেষে বলেন, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার আমাদের প্রধান সমুদ্র বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারেনা।