Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফেরার পর এটি হবে তার প্রথম প্রকাশ্য কর্মসূচি।

তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানিয়েছেন, স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয়েছে। তার আগমনকে ঘিরে সাভারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা স্মৃতিসৌধগামী মহাসড়কে জড়ো হতে শুরু করেছেন প্রিয় নেতাকে দেখার আশায়।

এই কর্মসূচিকে তারেক রহমানের দেশে ফেরার পর রাজনৈতিক কার্যক্রমের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!