একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা বিষয়ক এক সভায় তিনি আরো বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব শর্ত মানা হয় না। এজন্যই বলা হয়, আইএমএফের শর্তে ফেইল করেছে বাংলাদেশ। মহার্ঘ ভাতা বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান, সরকারের আয়-ব্যয় ব্যালেন্স করতে হয়। শিক্ষকদের অনেক দাবি রয়েছে বলে তিনি আরো জানান, দেখি সামনের বাজেটে কী করা যায়। তিনি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর ব্যাপারে জোর দিয়ে বলেন, হুন্ডিতে টাকা পাঠালে সরকারি রিজার্ভে যুক্ত হয় না। একে নেতিবাচক দিক হিসেবে চিহ্নিত করেন তিনি।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।