Web Analytics

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় হিরো আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও স্বর্ণের চেইন চুরির অভিযোগ আনা হয়েছে। মামলায় আরও এক আসামি আহসান হাবিব সেলিমের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করে আদালতে হাজিরা দেননি, ফলে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পুলিশ জানায়, আদালতের নির্দেশে হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামিকে ধরতে অভিযান চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।