রাজশাহীর হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন কৃষকেরা। রাজশাহী-নওগাঁ মহাসড়কে ৮ বস্তা আলু ফেলে দিয়ে বিক্ষোভ করেন, এতে স্থানীয় বিএনপি একাত্মতা জানিয়েছে। কৃষকরা জানান, ৪ টাকা কেজি প্রতি ভাড়া দিতে হতো, এখন তা ৮ টাকা করা হয়েছে। দ্রুত আগের ভাড়ায় ফেরত যাওয়ার দাবি জানিয়েছেন তারা। প্রয়োজন আলু ফেলে দেবেন, কিন্তু বাড়তি ভাড়ায় সংরক্ষণ করবেন না বলে জানিয়েছেন। বিএনপি নেতা শফিকুল হক মিলন বলেছেন, হিমাগার মালিকদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, কৃষকদের ওপর বুলডোজার চালিয়ে ভাড়া বৃদ্ধি চলবে না।