Web Analytics

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার কারণে ঢাকায় নেওয়ার পথে ৭০ বছর বয়সী জমশেদ আলী ঢালী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হলে চিকিৎসক তাকে দ্রুত ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে পাঠানোর পরামর্শ দেন। পরিবার প্রথমে ৬,৫০০ টাকায় অ্যাম্বুলেন্স ঠিক করলেও স্থানীয় সিন্ডিকেট অতিরিক্ত ২,০০০ টাকা দাবি করে এবং না দেওয়ায় যাত্রায় বাধা দেয়।

রোগীবাহী অ্যাম্বুলেন্সটি দুই দফায়—প্রেমতলা ও জামতলা এলাকায়—আটকানো হয় এবং চালক ও হেলপারকে মারধরের অভিযোগ ওঠে। এসব বাধায় প্রায় দুই ঘণ্টা বিলম্ব হয়। ঢাকার বাংলামোটর এলাকায় পৌঁছানোর আগেই রোগী মারা যান। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অ্যাম্বুলেন্স মালিক সমিতি এ ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেছে এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।

গত আগস্টে একই ধরনের ঘটনায় এক নবজাতকের মৃত্যু হয়েছিল। ছয় মাসের ব্যবধানে দ্বিতীয় মৃত্যুর ঘটনায় জেলায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!