২০২৬ সালকে সামনে রেখে বিশ্বনেতাদের উদ্দেশে শক্ত বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নতুন বছরের ভিডিও বার্তায় তিনি বিভেদ ও যুদ্ধের রাজনীতি থেকে সরে এসে মানুষ ও পৃথিবীর সুরক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ব এখন এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে বিভাজন, সহিংসতা, জলবায়ু বিপর্যয় ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ইউক্রেনসহ বিভিন্ন অঞ্চলের চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে গুতেরেস বলেন, ২০২৬ সালে বিশ্বনেতাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত মানুষের দুর্ভোগ কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। তিনি সামরিক খাতে অতিরিক্ত ব্যয়ের তীব্র সমালোচনা করে জানান, চলতি বছরে বৈশ্বিক সামরিক ব্যয় প্রায় ১০ শতাংশ বেড়ে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা উন্নয়ন ব্যয়ের তুলনায় ১৩ গুণ বেশি এবং আফ্রিকার মোট জিডিপির সমান।
গুতেরেস সতর্ক করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি আর দেখা যায়নি। তাঁর মতে, যুদ্ধ জয়ের চেয়ে দারিদ্র্য দূরীকরণে বিনিয়োগ বাড়ালে বিশ্ব আরও নিরাপদ হবে। ২০২৬ সাল হবে তাঁর জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্বের শেষ বছর।