Web Analytics

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান এবং নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, বোস্টন, শিকাগো ও লস অ্যাঞ্জেলেসসহ প্রধান মহানগরগুলোতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ভেনেজুয়েলার পতাকা হাতে সামরিক অভিযানের বিরুদ্ধে স্লোগান দেন এবং তীব্র ঠান্ডা ও বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ চালিয়ে যান।

বিক্ষোভকারীদের হাতে ছিল ‘ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ নয়’ ও ‘লাতিন আমেরিকা থেকে আমেরিকার হাত সরিয়ে দাও’ লেখা প্ল্যাকার্ড। লস অ্যাঞ্জেলেসে পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশনের সংগঠক কামেরন বলেন, যুক্তরাষ্ট্র মানুষের জীবন নয়, বরং অর্থের প্রতীকই দেখে। শিকাগোর যুদ্ধবিরোধী কমিটি জানায়, তারা চায় না জনগণের অর্থ যুদ্ধের জন্য ব্যবহার হোক বা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করুক।

এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে লাতিন আমেরিকায় সামরিক হস্তক্ষেপবিরোধী মনোভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!