দিনাজপুরের কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন নেমে এসেছে মাত্র ৫০ মেগাওয়াটে। ৫২৫ মেগাওয়াট উৎপাদন সক্ষম তিনটি ইউনিটের মধ্যে দুটি বন্ধ এবং একটি আংশিকভাবে চালু রয়েছে। প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, ২৭৫ মেগাওয়াট সক্ষম তৃতীয় ইউনিটের টারবাইনের স্টিম সেন্সর ভাল্ভ নষ্ট হয়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে সেটি বন্ধ হয়ে যায়। মেরামত কাজ চলছে এবং এক সপ্তাহের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ১২৫ মেগাওয়াট সক্ষম দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। বর্তমানে প্রথম ইউনিটটি চালু থাকলেও সেটিতে মাত্র ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২০০৬ সালে স্থাপিত ও ২০১৭ সালে সম্প্রসারিত এই কেন্দ্রটি নানা প্রযুক্তিগত সমস্যায় কখনো পূর্ণ সক্ষমতায় চলতে পারেনি। বর্তমানে কয়লা ইয়ার্ডে প্রায় ৪ লাখ ৪০ হাজার টন কয়লা মজুত থাকায় স্থান সংকট নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।