বিএনপি নেতা রুহুল কবির রিজভী অবাধ, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করছে। দুই নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে রিজভী বলেন, বর্তমান কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হবে বলে আশা করি। এই মুহূর্তে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি সম্ভব না। কমিশন সবকিছু বিবেচনা করে অবাধ ও অংশগ্রহনমূলক নির্বাচন আয়োজনে যে কাজগুলো করা প্রয়োজন, সেগুলো তারা করবেন। এসময়, নুরুল হক নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।