রাজধানীর বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার আসামি সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মণি, বিচারপতি শামসুদ্দিন, আতিকুল ইসলাম ও গোলাম সারওয়ার পিন্টুকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক দুই দিনের জামিন মঞ্জুর করেন। গত ২০ জুলাই বিকেল ৩টায় বাড্ডায় পুলিশের এলোপাথাড়ি গুলিতে নিহত অটোরিকশাচালক হাফিজুল শিকদারের বাবা বাদী হয়ে ১৭৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। গত বছরের ২৫ সেপ্টেম্বর এই মামলায় এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।