Web Analytics

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২০২৬ সালের ২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে দলটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত এক পডকাস্টে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগটি গৃহিণীদের জন্য কল্যাণমূলক প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়। তিনি জানান, এই কার্ডের মাধ্যমে গৃহিণীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা নগদ বা খাদ্যপণ্য কেনার জন্য ব্যবহার করতে পারবেন। চার কোটি পরিবারকে ধীরে ধীরে এই কার্ডের আওতায় আনা হবে, প্রথমে গ্রামীণ পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলো সঞ্চয় করতে পারবে, সন্তানদের স্বাস্থ্য ও শিক্ষায় ব্যয় করতে পারবে এবং ছোটখাটো বিনিয়োগের সুযোগ পাবে। তিনি আশা প্রকাশ করেন, পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই সহায়তা পরিবারগুলোকে স্বনির্ভর হতে সাহায্য করবে। কার্ডে নাম, নম্বর, মেয়াদ ও স্ক্যানযোগ্য চিহ্ন থাকবে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, পডকাস্ট সিরিজে তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পরিবেশ সুরক্ষা, ক্রীড়া ও যুব উন্নয়ন পরিকল্পনা নিয়ে ধারাবাহিকভাবে কথা বলবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!