ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক হোসেনকে রুখতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একত্রিত হয়েছে বলে জানা গেছে। এক সময়ের আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশী আইনজীবী সালাউদ্দিন রিগ্যান এনসিপির পক্ষ থেকে অন্তবর্তী সরকারের কাছে সিটি নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। সুপ্রিম কোর্টে সহিংসতায় গ্রেপ্তার হওয়া রিগ্যানের ফেসবুকে এখনো আওয়ামী লীগের ছবি ও পোস্টার রয়েছে। ঘটনাটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, অনেকেই একে পতিত মেয়র তাপসের নেতৃত্বে গোপন ষড়যন্ত্র বলে মনে করছেন।