ঘন কুয়াশার কারণে রাতভর বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে শরীয়তপুর–চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল পৌনে ১১টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। শুক্রবার দিবাগত রাত ১টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল, এতে উভয় পাড়ে যাত্রী ও যানবাহনের চাপ সৃষ্টি হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, গভীর রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হলে শনিবার সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এই রুটে ছোট-বড় মিলিয়ে ছয়টি ফেরি চলাচল করছে।
ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চলাচল স্বাভাবিক হয়েছে এবং উভয় ঘাটে স্বস্তি ফিরেছে।