এনসিপির মতলব দক্ষিণ উপজেলা শাখার ২০ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। ডি এম আলাউদ্দিনকে প্রধান সমন্বয়কারী এবং ফরহাদ আহম্মেদ আলী, বদিউল আলম, বাবুল ফরাজি, হেলাল উদ্দিন ও নোমানুল ইসলাম খানকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। তবে প্রধান সমন্বয়কারী আলাউদ্দিনকে ‘ফ্যাসিস্টের সহযোগী’ বলা হয়ে যুগ্ম সমন্বয়কারী হেলাল উদ্দিন ফেসবুকে পদত্যাগ ঘোষণা করেন। আলাউদ্দিন জানান, তিনি জাতীয় পার্টি থেকে আগেই পদত্যাগ করেছেন এবং ফ্যাসিস্ট সহযোগীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই; পদত্যাগ ভুল বোঝাবুঝির কারণে হয়েছে এবং ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।