বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, ভালো নির্বাচন করতে ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো জাতিকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে।
জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে অনুষ্ঠিত ওই বিক্ষোভে দুদু বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করতে হবে যাতে মানুষ নিরাপদে ভোট দিতে পারে। তিনি অভিযোগ করেন, সরকার বিষয়টি জানলেও এখনো যথাযথ পদক্ষেপ নেয়নি।
তিনি আরও বলেন, সরকারের অবহেলার কারণেই ঢাকাসহ বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড ঘটছে এবং তরুণ ছাত্রনেতা হাদিও এর শিকার হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য অবশিষ্ট সময়ে বৈধ ও অবৈধ সব অস্ত্র উদ্ধার করার আহ্বান জানান তিনি।