Web Analytics

লালপুর থানা থেকে জেলা ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় লালপুর থানার ওসি নাজমুল হকসহ এক উপপরিদর্শক এবং দুইজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তাদের নাটোর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এর আগে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে আজ দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সরকারি কাজে বাধা দিয়ে যারা থানা থেকে আসামি ছিনতাই করেছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!