জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে গিয়ে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগে গেইট দিয়ে ঢুকতে গেলে কিংবা অন্য দলের ছাত্রনেতারা ক্লাস পরীক্ষায় অংশ নিতে গেলে ছাত্রলীগের হামলার শিকার হতো, অনুমতি নিতে হতো। কিন্তু আজ সেই একই বিশ্ববিদ্যালয়ে শিবির ছাত্রদল ও অন্যান্য ছাত্র সংগঠন একই মঞ্চে আছে। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু দেশের মধ্য নয়, সারাবিশ্বে গণতন্ত্র ও সহাবস্থানের মডেল হবে। মাসুদ বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সাংবাদিকরা। এই সাংবাদিকরাই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। বিশেষ করে ওই সাংবাদিক—যিনি হাসিনাকে কোটা নিয়ে প্রশ্ন করেছিলেন, তার জবাবে হাসিনা বলেছিলেন, 'কোটা মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে না তো রাজাকারের বাচ্চারা পাবে?: