Web Analytics

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বিচারকদের মধ্যে অবসরের ঠিক আগে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ রায় দেওয়ার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মধ্যপ্রদেশের এক প্রধান জেলা বিচারকের স্থগিতাদেশ সংক্রান্ত মামলার শুনানিতে তিনি এই প্রবণতাকে “দুর্ভাগ্যজনক বিচারিক ধারা” বলে অভিহিত করেন। বিচারপতি জয়মাল্য বাগচীর সঙ্গে গঠিত বেঞ্চটি ওই বিচারকের বিরুদ্ধে অভিযোগ শুনছিলেন, যিনি অবসরের কয়েক দিন আগে দুটি বিতর্কিত আদেশ দেন।

প্রধান বিচারপতি বলেন, এমন কর্মকাণ্ড বিচার বিভাগের প্রতি জনআস্থা ক্ষুণ্ন করতে পারে এবং এটি বিচারিক সততার জন্য অস্বস্তিকর বার্তা বহন করে। বেঞ্চ প্রশ্ন তোলে কেন ওই বিচারক হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। বিচারকের পক্ষে সিনিয়র আইনজীবী বিপিন সাংঘি জানান, তাঁর মক্কেলের কর্মজীবন প্রশংসনীয় এবং শুধুমাত্র ভুল আদেশের জন্য শাস্তি দেওয়া উচিত নয়, যদি না তা অসৎ উদ্দেশ্যে প্রণোদিত হয়।

শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট আবেদনটি গ্রহণ না করে আবেদনকারীকে হাইকোর্টে যাওয়ার নির্দেশ দেয় এবং আরটিআইয়ের মাধ্যমে তথ্য চাওয়ার উদ্যোগের বিরোধিতা করে, উপযুক্ত প্রতিনিধিত্ব দাখিলকেই সঠিক পথ হিসেবে উল্লেখ করে।

Card image

Related Rumors

logo
No data found yet!