গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, গাজায় দুর্ভোগ অবর্ণনীয় এবং তা কোনো যুক্তিতে সমর্থনযোগ্য নয়। পরিস্থিতি মোকাবিলায় তিনি জার্মানি ও ফ্রান্সের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। স্টারমার ইসরায়েলকে ত্রাণ সরবরাহে নিষেধাজ্ঞা তুলে নিতে এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের রাষ্ট্রের অধিকার মৌলিক এবং যুদ্ধবিরতিই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রথম ধাপ। এর আগে যুক্তরাজ্যসহ ২৮ দেশ ইসরায়েলের ত্রাণ অবরোধের নিন্দা জানিয়েছে।