নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরাঞ্চলের নয়টি জেলায় পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শুক্রবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। ১১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল চার দিনের এই সফর, যেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও অন্যান্য শহীদদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের পরিকল্পনা ছিল।
মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক সময়ে ওসমান হাদি ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বিরসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। তিনি সতর্ক করেন, এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে দেশে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সরকার ও ইসিকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।
এ সময় তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল জনসমাগমের জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সহযোগিতার প্রশংসা করেন।