বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন যে, অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হবে না। ‘ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার প্রাণান্ত চেষ্টা করেও টার্মিনাল চালুর প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। জাপানের ভাইস মিনিস্টারের সঙ্গে বৈঠক ও দরকষাকষি করা হলেও প্রচেষ্টা সফল হয়নি।
উপদেষ্টা আরও জানান, টার্মিনাল চালুর জন্য প্রয়োজনীয় পদ্ধতিগত কার্যক্রম সচল রাখতে সরকার কাজ করছে এবং পরবর্তী সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।