Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর পূর্বাচলে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতিচারণ করেন। তিনি বলেন, সম্প্রতি শহীদ হওয়া ওসমান হাদি চেয়েছিলেন দেশের মানুষ যেন অর্থনৈতিক অধিকার ফিরে পায়। তারেক রহমান উল্লেখ করেন, ১৯৭১ এবং ২০২৪ সালের শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তুলনা করে তিনি বলেন, ২০২৪ সালে জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ছিল। এখন দেশের মানুষ গণতন্ত্র ও মতপ্রকাশের অধিকার ফিরে পেতে চায়।

তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি তিনবার পুনরাবৃত্তি করে বলেন, “আমরা দেশের শান্তি চাই।”

Card image

Related Rumors

logo
No data found yet!