জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যক্রম পদক্ষেপ ও দক্ষতা দেখাতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাংস্কৃতিক কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাঁধা দেওয়া হচ্ছে। সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা তা এখনো সেভাবে পূরণ হয়নি, রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ ধরবে না, কিন্তু পাড়া মহল্লার সন্ত্রাসীদের উৎপাত মানুষ আশা করেনি। এই সময় রিজভী বসন্ত বরণে বাঁধা, মাজার হামলার মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন, পাহাড়া মহল্লার গডফাদারদের দ্রুত থামাতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।