পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি)-এর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন সন্ত্রাসী ও তিনজন আধাসামরিক বাহিনীর সদস্য বলে পুলিশ জানিয়েছে। সোমবার এই হামলার পর নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকা ঘিরে ফেলে পাল্টা অভিযান শুরু করে। হামলার সময় এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা বেড়েছে। ২০২২ সালের নভেম্বরে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার হুমকি দেওয়ার পর থেকে এ ধরনের সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে।