Web Analytics

বাংলাদেশ সরকার কারাবন্দিদের প্যারোলে মুক্তির শর্ত, সময়সীমা ও কর্তৃপক্ষের ক্ষমতা নির্ধারণ করে নতুন নীতিমালা জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে প্রকাশিত এই নীতিমালার তথ্য সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ। এতে বলা হয়েছে, ভিআইপি ও অন্যান্য শ্রেণির কয়েদি বা হাজতি বন্দিদের নিকট আত্মীয়ের মৃত্যু বা আদালতের আদেশ কিংবা সরকারের বিশেষ সিদ্ধান্তে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া যাবে।

নীতিমালা অনুযায়ী, প্যারোলে মুক্তির সময়সীমা সর্বোচ্চ ১২ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে, তবে বিশেষ ক্ষেত্রে সরকার সময় বাড়াতে বা কমাতে পারবে। মুক্ত বন্দিদের সার্বক্ষণিক পুলিশ প্রহরায় রাখতে হবে। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নিরাপত্তা, দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেবেন।

২০০৭ ও ২০১০ সালের পূর্ববর্তী নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কারাবন্দিদের অস্থায়ী মুক্তি প্রক্রিয়া আরও স্পষ্ট হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!