বাংলাদেশ সরকার জানিয়েছে, ১ জানুয়ারি থেকে চালু হওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রমের পরবর্তী ৯০ দিনের মধ্যে কোনো অবৈধ বা ক্লোন করা মোবাইল ফোন বন্ধ করা হবে না। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, অনেক ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্রে একাধিক ফোন রেজিস্ট্রেশন দেখা গেলেও এটি সাময়িক সমস্যা এবং তা সমাধানের কাজ চলছে।
ফয়েজ তৈয়্যব জানান, মোবাইল অপারেটরদের কাছ থেকে তিন বিলিয়নের বেশি ডেটাসেট পাওয়া গেছে, যেখানে পুরোনো তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে অনেকের এনআইডিতে সচল ফোনের সংখ্যা বেশি দেখাচ্ছে। বিটিআরসি ও মোবাইল অপারেটররা যৌথভাবে পুরোনো তথ্য আর্কাইভ করে শুধুমাত্র বর্তমানে ব্যবহৃত হ্যান্ডসেট দেখানোর কাজ করছে। তিনি আরও জানান, ২০২১ সালে প্রথম চালুর চেষ্টা করা এই সিস্টেমে নতুন কিছু ফিচার যোগ করে এখন তা সচল করা হয়েছে।
সরকারের মতে, এনইআইআর চালুর মাধ্যমে চোরাই ও অবৈধ ফোন শনাক্ত করা সহজ হবে এবং নাগরিকরা তাদের এনআইডির বিপরীতে সিম ও ডিভাইস ব্যবহারের তথ্য জানতে পারবেন, যা সচেতনতা ও নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে।