Web Analytics

এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামি ভরপুর। উনারা আমাদের যা আমল করতে বলেন, সেই আমলের ধারে-কাছে দিয়েও তারা যান না। এসব প্রতারকদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। তিনি বলেন, সমাজে কিছু সুদখোর, ঘুসখোর আছে। আর কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ-দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা। কিছু স্কুল না ঘেঁষাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া। সমাজ থেকে এসব প্রতিবন্ধকতা পরিস্কার করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ সংস্কার করতে হবে। সুদ-ঘুস প্রথা থেকে বেড়িয়ে আসতে হবে। হাসনাত বলেন, যদি দেবীদ্বারের‌ সন্তান না হন, তাহলে তার সমস্যা বুঝতে পারবেন না! ওরা মনে করে বংশের পরম্পরা মেইনটেইন করতে হবে, যার কারণে দেবিদ্বারে আসছে। আমরা যারা দেবিদ্বারে আছি, আমরা জানি এখানে কী কী সমস্যা।

Card image

Related Rumors

logo
No data found yet!