বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে আবদুস ছালাম (৩৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে আলীক্ষ্যং সড়কের তিতারপাড়া গলাসিরা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরে একটি বন্য হাতি তার বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। কৌতূহলবশত তিনি হাতিটির ছবি তুলতে কাছে গেলে আশপাশে কুকুরের ডাকাডাকিতে হাতিটি উত্তেজিত হয়ে তাকে আক্রমণ করে পায়ের নিচে পিষে ফেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আবদুস ছালাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার তিনটি ছোট সন্তান ও শারীরিক প্রতিবন্ধী পিতা আবদুস সাত্তার রয়েছেন। খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে, কারণ তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়েছে।